আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকূট ইউনিয়নের উরখুলীয়া গ্রামের দুই পক্ষের লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। এরা হলেন, হামিদ (৩০), হাবিবুল্লাহ্ (২৮), দানিজ মিয়া (৫০), মূছা মিয়া (৩৫), মোবারক (৩৫) ও হিলু মিয়া (৪০)। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উরখুলীয়া গ্রামের বাসিন্দা হামিদ মিয়া ও রাজ্জাক মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। এরই জের ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।আজিজুল সঞ্চয়/এফএ/পিআর