বিনোদন

নতুন বছরেই হ্যাপির মিউজিক ভিডিও

অতীতের সব হতাশা ঝেড়ে ফেলে নতুন করে স্বপ্ন দেখার পথে অনুকরণীয় হতে পারেন আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। সব ব্যর্থতাকে বিদায় দিয়ে ক্রমেই ব্যস্ত হয়ে উঠছেন ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে। সে ধারবাহিকতায় কাজ করছেন বেশ কিছু মিউজিক ভিডিও’র মডেল হয়ে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে আগামী ১২ এপ্রিল প্রকাশ হতে যাচ্ছে তারই একটি ভিডিও। এটি এই মডেল ও অভিনেত্রীর দ্বিতীয় মিউজিক ভিডিও।তরুণ গায়ক ফাহিম ইসলামের ‘বলছি তোমায়’ অ্যালবামের ‘জানি তুমি আসবে ফিরে’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করছেন হ্যাপি। গানটির সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। পরিচালনা করেছেন রাশেদ জামান। এছাড়া বড় বাজেটের এই ভিডিওতে হ্যাপিকে বেশ গ্ল্যামার নিয়ে হাজির হতে দেখা যাবে। এর আগে প্রবাসী সংঙ্গীত শিল্পী তানভীর শাহিনের ‘দু চোখ’ গানটিতে মডেল হয়েছিলেন হ্যাপি। শিমুল হাওলাদারের পরিচালনায় সেই মিউজিক ভিডিওর মাধ্যমেই মূলত আলোচনায় আসেন তিনি।মিউজিক ভিডিওটি সম্পর্কে হ্যাপি জাগো নিউজকে বলেন, ‘রোমান্টিক ভালোবাসা, স্বপ্ন, দু:খসহ অনেক কিছুই দেখানো হয়েছে ভিডিওটিতে। আশাকরি বহুদিন পর আমার এই কাজটি দর্শকদের ভালো লাগবে।’গান বাংলাসহ যে যে টিভি চ্যানেল গুলোতে গানের অনুষ্ঠান হয় সবগুলোতেই দেখা যাবে এ মিউজিক ভিডিওটি। একই দিনে মিউজিক ভিডিওটি ইউটিউবেও প্রকাশ করা হবে।এলএ/পিআর