প্রভাবশালী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে বরগুনা পৌরসভার আমতলা খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় অধিবাসীরা। বুধবার সকাল ১০টায় আমতলা খাল সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে মঙ্গলবার বরগুনা প্রেসক্লাবে একই দাবিতে সংবাদ সম্মেলন করেন তারা।মানবন্ধন চলাকালীন সমাবেশে বক্তারা বলেন, অবৈধ প্রভাবশালীদের উচ্ছেদ না করেই বরগুনা পৌরসভা আমতলা খালের খনন কাজ শুরু করেছে। এতে খালের গতিপথ পাল্টে যাওয়ার পাশাপাশি হুমকিতে পড়েছে খালের নাব্যতা। কমছে খালের প্রশস্ততাও। তাই প্রভাবশালী অবৈধ দখলদারদের উচ্ছেদ করে মূল নকশা অনুযায়ী আমতলা খাল খননের দাবি জানান বক্তারা।এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, বরগুনা পরিবেশ আন্দোলনের আহ্বায়ক সুখরঞ্জন শীল, সদস্য সচিব মুশফিক আরিফ, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম এ্যাটম, সাবেক কাউন্সিলর সাইফুল ইসলাম শামীম, ব্যবসায়ী সালেহ্ মাহমুদ সুমন শরীফ, স্থানীয় অধিবাসী অমল চন্দ্র সাহা, মো. জহিরুল হক, প্রফেসর আলমগীর হোসেন, মেজবাহ্ উদ্দীন মিজান প্রমূখ। সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর