দেশজুড়ে

খেলতে গিয়ে দ্বন্দ্ব : ব্যাটের আঘাতে স্কুলছাত্র নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে সিয়াম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।বুধবার বেলা ১১টার দিকে ময়নাতন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে। সিয়াম উপজেলার মোহনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মোহনপুর সরকারি প্রাথামিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার শেখরনগর ইউনিয়নের মোহনপুর গ্রামের মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিয়াম ও একই গ্রামের সাত্তার কাজীর ছেলে রনি কাজীর (১৩) মধ্যে তর্কবিতর্কের ঘটনা ঘটে। এক পর্যায়ে রনি কাজী ক্রিকেট খেলার ব্যাট দিয়ে প্রথমে সিয়ামের পায়ে ও পরে মাথায় আঘাত করলে সিয়াম গুরতর আহত হয়। আহত সিয়ামকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। সিরাজদিখান থানার শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে সিরাজদিখান থানায় নিহত স্কুলছাত্র সিয়ামের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে মো. রনিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস