দেশজুড়ে

মুন্সিগঞ্জে ৬১ ভূমিহীন পরিবারকে সরকারি জমি প্রদান

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার চরের ১১ একর ৩৪ শতাংশ সরকারি খাস জমি পদ্মায় ভাঙনকবলিত এবং ভূমিহীন ৬১ পরিবারকে বন্দোবস্ত দেয়া হয়েছে।বুধবার দুপুরে লৌগজং উপজেলার থানা মাঠে এক জনসভার মাধ্যমে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ৬১টি পরিবারের সদস্যদের মাঝে বন্দোবস্ত দেয়া দলিল বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা কাউকে অসহায় হতে দেবনা। আমাদের সাধ্যমতো সকলের পাশে দাঁড়াচ্ছি বলেই, আজ ভূমিহীনরা ভূমি পেতে শুরু করেছে।জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য সাগুপ্তা ইয়াছমিন এমেলী।ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম