দেশজুড়ে

নিখোঁজের ১৪ ঘণ্টা পর কন্যা শিশুর লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে এক কন্যা শিশু নিখোঁজের ১৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে বাড়ির নিকটবর্তী গরুর খামারের পাশের ড্রেন থেকে আড়াই বছর বয়সী ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। নিহত নিহা খাতুন কাহালুর দুর্গাপুর ইউনিয়নের থলপাড়ার সাজ্জাদ হোসেনের মেয়ে।সাজ্জাদ হোসেন জানান, গত সোমবার বিকেল ৫ টার দিকে নিহা পাড়ার একটি দোকানে খাবার কিনতে যায়। এরপর দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হয় বাড়ির লোকজন। কিন্তু রাতেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল ৭টার দিকে তাদের বাড়ির অদূরে রিয়াজ উদ্দিনের গরু খামারের পাশের একটি ড্রেনে তার লাশ দেখতে পায় গ্রামের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।কাহালু থানার পুলিশ পরিদর্শক আনিছুর রহমান জানান, শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার থেকে এ বিষয়ে অভিযোগ দায়ের হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।এমজেড/আরআই