দেশজুড়ে

লাখো মানুষের সমাবেশে জলঢাকাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষনা

নীলফামারীর জলঢাকা উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকাকে বাল্য বিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মুহম্মদ দিলোয়ার বখত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জলঢাকা স্টেডিয়ামে আয়োজিত গণসমাবেশে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দেন। এ সময় এলাকার অভিভাবকরা শপথ নেন তাদের ছেলে মেয়েদের বাল্য বিয়ে থেকে রক্ষার।জলঢাকা উপজেলার প্রশাসনের আয়োজনে এবং প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউএসএস এর সহযোগিতায় বাল্য বিয়ে মুক্ত ঘোষণার গনসমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন। এ ছাড়া  উপস্থিত ছিলেন  নীলফামারী পুলিশ সুপার জোবায়েদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব  সৈয়দ আলী, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার হাসান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার, জলঢাকা পৌরসভা মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী ও প্ল্যান  ইন্টারন্যাশনাল বাংলাদেশ নীলফামারী প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. হৃষিকেশ সরকার প্রমুখ। বাল্য বিয়ে মুক্ত ঘোষণা অনুষ্ঠান স্থল জলঢাকা স্টেডিয়াম এলাকার লাখো নারী -পুরুষ ও  শিশুরা দলে দলে ব্যানার, ফেস্টুন  র্যালী নিয়ে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া স্কুল ছাত্রী আরজিনা বেগম তার অনুভূতি ব্যক্ত করে।অনুষ্ঠানে গার্ল পাওয়ার প্রকল্পের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্কুল ও কলেজের ছাত্রীরা  কারাতে প্রদর্শন করেন। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধম্যে এ বর্ণাঢ্য আয়োজন শেষ করা হয়।এমজেড/পিআর