গত সপ্তাহে ১৪০ জনেরও বেশি যাত্রী এবং পাইলট ও কেবিন ক্রু নিয়ে ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত হওয়া বিমানটির ধ্বংসস্তুপ থেকে মিলেছে অন্তিম মুহূর্তের এক মোবাইল ভিডিও। মঙ্গলবার দু`টি পত্রিকা এই মোবাইল ভিডিও পাওয়ার দাবি করেছে। ফরাসি পত্রিকা প্যারিসম্যাচ এবং জার্মানির সবচেয়ে বড় ট্যাবলয়েড বিল্ড দাবি করছে ধ্বংসাবশেষের মধ্যে থেকেই একজন উদ্ধারকর্মীর মাধ্যমে এই মোবাইল ভিডিও হাতে পেয়েছে তারা । ভিডিওটি এ অব্দি প্রকাশ করা না হলেও এর ফুটেজের বিবরণ দিয়েছে পত্রিকা দু`টি। তাদের ভাষ্যমতে, ভিডিওতে দেখা যায় বিমানটি পতনের মুহূর্তে যাত্রীরা আতঙ্কে চিৎকার করছেন। বিভিন্ন ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকতেও শোনা যায়। কিন্তু বেশ ঝাপসা হওয়ায় আলাদাভাবে কাউকে চেনা যাচ্ছে না ভিডিওটিতে। শেষ মুহুর্তে কয়েকটি ধাতব সংঘাতের শব্দও পাওয়া যায় এতে। এছাড়াও ভিডিওটি সহ-পাইলট আঁদ্রিয়া লুবিৎজ এর মানসিক ভারসাম্যহীনতার বিষয়টিকেও সমর্থন করছে বলে জানায় পত্রিকা দু`টি। এতে দেখা গেছে, পাইলটকে ডকের বাইরে রেখে ভেতর থেকে লুবিৎজের বন্ধ করে দেওয়া দরজায় কুড়াল বা ভারি কিছু নিয়ে অধীরভাবে আঘাত করে খোলার চেষ্টা করছেন পাইলট ক্যাপ্টেন প্যাট্রিক সনডেনহেইমার। বলছেন- ‘দোহাই লাগে, খোলো!’ এর আগে, এই সহ-পাইলটের বিষন্নতায় ভোগার কথা স্বীকারের সংবাদ এসেছে গণমাধ্যমে। বিমানের পেছনের দিক থেকে নেওয়া এই ভিডিও কোনো যাত্রী, না কেবিন ক্রু’র তোলা, তা অবশ্য জানা যায়নি। তবে, জার্মানউইং এ৩২০ ধ্বংসের কারণ অনুসন্ধানে এই ভিডিও এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ উপাত্ত হতে যাচ্ছে, সন্দেহ নেই।এসআরজে