আবারও শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার বৃহস্পতিবার বিকেল থেকে উৎপাদন শুরু হয়।সার কারখানার মহাব্যবস্থাপক (কারিগরি) মো. নাসির উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে কারখানার এ্যামোনিয়া প্লান্ট চালু থাকায় বৃহস্পতিবার বিকেল থেকে গ্যাসের চাপ বাড়ার পর পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার এ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়ার সার উৎপাদন বন্ধ হয়ে যায়। নানা যন্ত্রাংশ পরিবর্তন করে প্রায় দুই মাস পর বুধবার সকালে কারখানার উৎপাদন শুরু হয়। এরপর এদিন বিকেলেই গ্যাসের চাপ কমে যাওয়ায় ফের ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয় বলে কারখানা সূত্র জানিয়েছে। আজিজুল সঞ্চয়/এএম