‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ দুই বছর পড়ে পরীক্ষা দিতে হলো ‘শারীরিক শিক্ষা’ বিষয়ে। রেজিস্ট্রেশন কার্ডে মাদরাসা কর্তৃপক্ষের ভুলে এ বিভ্রান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। এসএসসি ও দাখিল পরীক্ষার ৪র্থ দিনে বৃহস্পতিবার ঘাটাইল দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, ঘাটাইলের ফুলহারা দারুল সুন্নাহ দাখিল মাদরাসা সুপার রেজিস্ট্রেশনের সময় বিষয় কোর্ডে ভুল করায় এমন বিপত্তিতে পড়তে হলো পরিক্ষার্থীদের। মাদরাসা কর্তৃপক্ষ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় কোর্ড ১৪৩ এর স্থলে শারীরিক শিক্ষা বিষয় কোর্ড ভুলবশত ১৪২ পূরণ করে অনলাইনে পাঠানোর কারণে এ ঘটনা শিকার হলো পরীক্ষার্থীরা।এ প্রসঙ্গে দাখিল পরিক্ষার্থী মো. সজীব আকন্দ, মো. নাজমুল জানান, বিষয় পরিবর্তন হওয়ায় পরীক্ষা দিতে সমস্যার শিকার হতে হয়েছে তাদের। শুধু পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রাপ্তদের সদয় দৃষ্টির ফলে বিষয় কোর্ড পরিবর্তন হলেও পরীক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে পরীক্ষা দিতে পেরেছে বলে জানা যায়। তবে কর্তৃপক্ষের এ ধরনের ভুলের ফলে অনেক পরিক্ষার্থীর ফলাফল ভালো না হতেও পারে বলে শঙ্কা করছে তারা।ফুলহারা দারুল সুন্নাহ দাখিল মাদরাসার সুপার মোশারফ হোসেন বলেন, ভুলবশত এ ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠান প্রধান হিসাবে এর দায় এড়ানো যায় না।তবে শিক্ষার্থীরা প্রবেশপত্র যখন হাতে পেয়েছিল তখন যদি এই ভুলটা ধরা পড়তো তাহলে সংশোধন করা যেত বলে জানান তিনি। এই ভুলের দায় ছাত্র-শিক্ষক উভয়েরই রয়েছে বলে দাবি তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন বলেন, তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্তের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নিদের্শ দেয়া হয়েছে। আরিফ উর রহমান টগর/এএম