নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে আবদুল মালেক (৬০) নামে একজন গুলিবিদ্ধসহ দুইজন আহত হয়েছে। শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের চার নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে।হাতিয়া থানার ওসি আবদুল মজিদ জানান, চরকিং ইউনিয়নের চার নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য মনির হোসেনের সঙ্গে সাবেক ইউপি সদস্য আবদুল ওয়াবের মধ্যে দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার রাত ৮টার সময় পূর্ববিরোধের জের ধরে দুইজনের সংঘর্ষ হয়। এতে উভয়ের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।এ সময় নারীসহ তিনজন আহত হয়। আহতের মধ্যে আবদুল ওয়াবের চাচা আবদুল মালেক (৬৫) কে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার পায়ের পাতায় গুলি লেগেছে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।মিজানুর রহমান/আরএস