দেশজুড়ে

হবিগঞ্জে পৌরসভায় এলাকাবাসীর হামলা: আহত ৫

হবিগঞ্জ শহরে ড্রেনের ময়লা আর্বজনা পরিস্কার না করায় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র, কাউন্সিলরসহ কর্মচারীদের উপর হামলা ও পৌরসভা ভাংচুর করেছে একদল যুবক। এ ঘটনায় কাউন্সিলর গৌতম রায়, মোঃ আলমগীর, কর্মচারী মোঃ আব্দুল কুদ্দুছ শামীম, জামাল মিয়া ও মোঃ ফারুক মিয়া আহত হন।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম জানান, বুধবার দুপুরে শহরের নাতিরাবাদ এলাকার সালাম মিয়া, বিপ্লব রায় বিল­ু ও রহমান মিয়ার নেতৃত্বে শতাধিক যুবক এলাকার ড্রেনে ময়লা আর্বজনা পরিস্কার করার জন্য মেয়রের কক্ষে এসে বাকবিতণ্ডতায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে মেয়রকে লাঞ্চিত করে। এসময় কাউন্সিলর গৌতম রায়, মোঃ আলমগীর মিয়া ও কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালায় যুবকরা। তারা পৌরসভার আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে আসামী করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম।এমজেড/পিআর