দেশজুড়ে

করিমগঞ্জে ১৩ দিন পর অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে  অগ্নিকাণ্ডে দগ্ধ গৃহবধূ নূরুননাহার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক বিরোধের জের ধরে স্বামীর দেয়া আগুনে তিনি দগ্ধ হন। নূরুননাহার উপজেলার মাঝিরকোণা গ্রামের দীন ইসলামের স্ত্রী।জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ১৮ মার্চ রাতে দীন ইসলাম তার স্ত্রী নুরুন নাহারের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন। এতে নুরুননাহার গুরুতর অগ্নিদগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এমজেড/পিআর