নাটোরের বড়াইগ্রামে ঢাকাস্থ রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএডি) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।বাংলাদেশ ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় বনপাড়া কালিকাপুরে সমাজসেবক সাইফুর রহমান চৌধুরীর বাসভবন প্রঙ্গণে প্রধান অতিথি হিসাবে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।অনুষ্ঠানে যুগান্তরের সহ-সম্পাদক ও ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি যুগান্তর প্রতিনিধি অহিদুল হক, গুরুদাসপুর প্রেসক্লাব সভাপতি দিল মোহাম্মদ, লালপুর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক শাহীন ইসলাম, বাগাতিপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম মাসুম, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী গাজী ও দফতর সম্পাদক জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান ও ডা. ফেরদৌস আলম, ন্যাপ (মোজাফফর) উপজেলা সম্পাদক মো. রহিম খাঁ প্রমুখ উপস্থিত ছিলেন।এআরএ/আরআইপি