ঝিনাইদহের কালীগঞ্জের রাড়িপাড়া নামক স্থানে নুর ইসলাম (৪৫) নামের এক কৃষককে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে তার বড় ভাই ও ভাতিজারা।শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মোল্লার ছেলে। কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জেলার কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রামে নুর ইসলামের বড় ভাই নুর মোহাম্মদ শনিবার দিনগত রাত ৮টার দিকে ট্রাকের করে ফার্নিচার বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় ট্রাকে লেগে নুর ইসলামের বাড়ির বৈদ্যুতিক মিটার ভেঙে যায়। এ নিয়ে রাত সাড়ে ১০টার দিকে নুর ইসলাম ও বড় ভাই নুর মোহাম্মদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এসময় বড় ভাই নুর ইসলামের গলা চেপে ধরেন এবং তার ছেলেরা মারপিট করে। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস