টাঙ্গাইলের মির্জাপুরে পৌর যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ দেড় যুগ পর শনিবার বিকেলে সদরের সদয় কৃষ্ণ মডেল উচ্চবিদ্যালয় মাঠে পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে ইয়াছিন মিয়া হিরাকে সভাপতি ও দেওয়ান আল মামুনকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়।পৌর যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলতাব মৃধার সভাপতিত্বে এতে বক্তৃতা করেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. বদিউল আলম বদি, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌর সভার মেয়র মো. সাহাদৎ হোসেন সুমন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল, টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মো. ফারুক হোসেন মানিক, সহ-সভাপতি খান আহাম্মেদ শুভ প্রমুখ।রোববার সকালে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হয় বলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম শিপলু জানান।আহ্বায়কের স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক সমস্যার কারণে তিনি স্বাক্ষর করতে পারেননি।উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. সেলিম শিকদারের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। এস এম এরশাদ/এএম/আরআইপি