দেশজুড়ে

ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ট্রাকচাপায় কবির হোসেন (১৪) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।কবির ওই গ্রামের টুটুল হোসেনের ছেলে এবং কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়াশোনা করতো। শৈলকূপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, সকালে বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে নদীতে যাচ্ছিল কবির। বালুচরে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।আহমেদ নাসিম আনসারী/এএম/আরআইপি