মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন। গজারিয়া উপজেলা প্রশাসন এ আর্থিক অনুদান দেবে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস ঘটনাস্থলে পৌঁছে আর্থিক অনুদানের ঘোষণা দেন। তিনি জানান, এখন পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। ট্রলার ডুবিতে এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুভর্তি একটি বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিহত হয়েছেন পাঁচজন। নিখোঁজ রয়েছেন অন্তত ১০ জন।# মেঘনায় ট্রলারডুবি : মৃতের সংখ্যা বেড়ে ৫এসএস/বিএ/আরআই