দেশজুড়ে

বড়াইগ্রামে ফের গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা

নাটোরের বড়াইগ্রামে দিনে-দুপুরে ফের গুলি করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় গুলিবিদ্ধ মোটরসাইকেল আরোহী রুবেল হোসেনকে (২৬) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এই ঘটনা ঘটে। আহত রুবেল উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে।বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম ও স্থানীয়রা জানান, উপজেলার উপলশহর গ্রামের শুকুর আলীর ছেলে ও তার বন্ধু শহীদ আইড়মারী ব্রিজ এলাকার পুকুর থেকে মোটরসাইকেল যোগে বড়াইগ্রাম বাজারের দিকে ফিরছিল। এসময় দুইট মোটরসাইকেল যোগে পাঁচজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে গুলিবর্ষণ করতে থাকে। এসময় ছিনতাইকারীদের কয়েকটি গুলি রুবেলের দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে বিদ্ধ হয়।পরে রুবেল ও শহীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত রুবেল হোসেনকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে এলাকায় পুলিশি অভিযান চলছে।উল্লেখ্য, গত মাসের ১৯ জানুয়ারি উপজেলার আহম্মেদপুর এলাকায় রেজাউল করিম বাবু (৩০) নামে এক কীটনাশক কোম্পানির বিক্রয় কর্মকর্তার পায়ে গুলি করে ডিসকভার ব্রান্ডের একটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। রেজাউল করিম রেজা/এআরএ/এমএস