মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বুধবার বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই।এছাড়া উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. আবু সালেহ, চাঁদপুর সনাক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন। জেলা প্রশাসনের আয়োজনে ও চাঁদপুর পৌরসভার পৃষ্ঠপোষকতায় মেলায় ১৮টি স্টল অংশগ্রহণ করে।ইকরাম চৌধুরী/এএম/আরআইপি