দেশজুড়ে

নিখোঁজের ৮ দিন পর মিললো যুবকের বস্তাবন্দি মরদেহ

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজ হওয়ার ৭ দিন পর ওমর আলী (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বড়ধুল ইউনিয়নের বিলকুমলা এলাকায় যমুনা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওমর আলী একই ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বাসিন্দা। বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, গত ৭ ফেব্রুয়ারি সকালে ওমর আলী মাষকলাই তোলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। বুধবার দুপুরে স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে একটি বস্তা আটকা পড়ে। পরে বস্তাটি ডাঙায় তোলার পর খুলে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ বেলা দুইটার দিকে ওমরের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহের হাত-পা ও গলায় দড়ি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর বস্তায় বালু ভরে যমুনা নদীতে ফেলে দিয়েছে।ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস