দেশজুড়ে

ছেলের শোকে মায়ের মৃত্যু

ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে নাটোরের সিংড়ায় মারা গেছেন এক মা।জানা গেছে, সিংড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসান ইমামের বাবা সিংড়া অ্যালিগেন্স ও মোহাম্মদ আলী ফল ভাণ্ডারের স্বত্ত্বাধিকারী মোহাম্মাদ আলী (৬৫) বুধবার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন। এ খবর শুনে রাত ১টার দিকে তার মা নুরজাহান বেগমও (৮৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন।বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পৌরশহরের দমদমা আলজামিয়াতুল কোরআনিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে মাদরাসার গোরস্থানে দাফন করা হয় মোহাম্মদ আলীকে। তার মাকে গ্রামের বাড়ি বড় বেলঘরিয়া খাগোরবাড়ি গ্রামের স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এএম/পিআর