বর্তমান সময়ে ক্রিকেটের জনপ্রিয়তার কথা মাথায় রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুন করতে যাচ্ছে বিসিবি। বর্তমানে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দর্শক ধারন ক্ষমতা ২৬ হাজার। চলতি বছরের মধ্যেই আসন সংখ্যা বাড়িয়ে ৪০ থেকে ৪৫ হাজার করার পরিকল্পনা নেয়া হয়েছে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ভালো করায় ভক্তদের সংখ্যা ক্রমেই বাড়ছে বাংলাদেশে। আর্ন্তজাতিক কোন টুর্ণামেন্টে বাংলাদেশের অংশগ্রহনে জেগে উঠে সেই দৃশ্য। মাশরাফিদের খেলা মাঠে গিয়ে দেখার আগ্রহ তাই বেড়ে গেছে আকাশ সমান। তাদের চাহিদা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারির আসন সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুন করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে বিসিবি কর্মকর্তা সৈয়দ আব্দুল বাতেন বলেন, আমাদের পরিকল্পনা আছে এ মাঠের আসন সংখ্যা ৪০ থেকে ৪৫ হাজার করার। চারিদিকে ৩ তলা গ্যালারি করার কথা ভাবা হচ্ছে। এমআর/এমএস