রাজনীতি

খালেদা জিয়ার ঘরে বসে ডাকা হরতাল মানুষ প্রত্যাখান করছে

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, হায়েনার স্বভাব হচ্ছে তারা কাঁচা মাংস খায় না, মাংস পঁচলে খায়। একইভাবে বেগম জিয়াকে দেশের সাধারণ মানুষ পছন্দ করেন না। পোড়া মানুষের গন্ধ তার পছন্দ। সেটাকে তিনি পারফিউমের মতো মনে করেন। তাই তিনি পেট্রল দিয়ে মানুষ মেরে সে গন্ধ উপভোগ করছেন। ২০ দলীয় জোট নেত্রী এদেশে জঙ্গিবাদ ও আফগানিস্তান কায়দায় তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বেগম খালেদা জিয়ার এ স্বপ্ন বাংলার জনগণ কোনো দিনও সমর্থন করবে না। তিনি ঘরে বসে তিন মাস যাবত অবরোধ-হরতাল ডাকছেন। কিন্তু, তাদের ডাকা অবরোধ-হরতাল মানুষ প্রত্যাখান করছে।শনিবার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিয়া চৌধুরী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং বিদেশে চাল রপ্তানি করা যায়। আর আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে খাদ্যের সংকট দেখা দেয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্মেন্টস ও শিল্প মালিকদের সাথে নিজে দর কষাকষি করে শ্রমিকদের ন্যায্য পাওয়া আদায় করেছেন। পৃথিবীতে এমন নজীর কোথাও নাই। এর আগে নকলা উপজেলার জালালপুর কল্পনা সিনেমা হলে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ আতিউর রহমান আতিক। প্রথম অধিবেশনে অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কণ্ঠভোটে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৯ বছর পর উপজেলা আওয়ামী লীগের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এদিকে, দীর্ঘ ১৩ বছর পর ৩ এপ্রিল শুক্রবার নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন কোনো প্রার্থী আহ্বান না করে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান জিয়াউল ইসলামকে সভাপতি ও কো-চেয়ারম্যান ফজলুল হককে সাধারণ সম্পাদক ঘোষনা করেন। এসময় তিনি বলেন, কাউন্সিলরদের মৌখিক ম্যান্ডেটের ভিত্তিতে সভাপতি-সম্পাদকের নাম ঘোষণা করা হলো। তবে কাউন্সিল অধিবেশনে কোনো প্রার্থী আহ্বান না করায় সাবেক সভাপতি আব্দুল হালিম উকিল তার সমর্থকদের নিয়ে সাথে সাথে সম্মেলন স্থল ত্যাগ করেন। এসময় উকিল সমর্থকরা শহরে বিক্ষোভ মিছিল করে কাউন্সিল মানি না, মানবো না বলে প্রতিবাদ জানায়।  এমএএস/পিআর