১১ মাস পর সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন চিত্রনায়িকা শাবনূর। গত ১১ ফেব্রুয়ারি বিকেলে সিডনি থেকে ঢাকা ফিরেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। শনিবার দিবাগত রাতে জাগো নিউজের সঙ্গে আলাপকালে শাবনূর বলেন, বিদেশে থাকলেও মনটা পড়ে থাকে দেশে। এবার কিছুটা লম্বা সময় নিয়ে দেশে থাকতে চাই। শাবনূর আরো বলেন, এখন নিজের ওজনও একটু কমিয়েছি। তাই আবারো টুকটাক কাজ শুরু করতে চাই। বর্তমানে শাবনূর তার ৩ বছরের ছেলে আইজানকে নিয়ে তার মায়ের সঙ্গে উত্তরার বাসায় রয়েছেন। এনই/এআরএস