ঝিনাইদহের কোটচাদপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় রিমা ওরফে রিপনা খাতুন (১২) নামে এক স্কুলছাত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নাজমুল নামে এক বখাটের বিরুদ্ধে। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটেছে ।এ ঘটনায় থানায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ দুই নারীকে গ্রেফতার করেছে। রিপনা খাতুন আসাননগর-কুল্লাগাছা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বখাটে নাজমুল শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের আলম হোসেনের ছেলে।রিপনার দাদী জানান, স্কুলে যাওয়ার সময় রিপনাকে বখাটে নাজমুল বিভিন্নভাবে উত্ত্যক্ত করতো। বুধবার রাতে রিপনাকে তুলে নিয়ে গিয়ে নাজমুল প্রেমের প্রস্তাব দেয়। বিষয়টি রাতে রিপনা তার পরিবারকে জানায়। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে নাজমুলের পরিবারের সঙ্গে রিপনার পরিবারের লোকজনের বিবাদ শুরু হয়। এই সুযোগে রিপনা ঘরে একা থাকায় নাজমুল ও তার এক সহযোগী রিপনাকে ধরে মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়ে যায়।রিপনার বাবা রিপন হোসেন জানান, প্রথমে রিপনাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন তিনি।কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় রিপনার বাবা পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নাজমুলের খালা রেশমা ও আত্মীয় সুমীকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।আহমেদ নাসিম আনসারী/আরএআর/এমএস