নোয়াখালীকে বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে নোয়াখালী বিভাগ আন্দোলন ঐক্যমঞ্চ। রোববার বেলা ১১টা থেকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিভাগ বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, জিপি কাজী মানসুরুল হক খসরু, জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম, বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আকতারুজ্জামান আনসারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর, নোয়াখালী বিভাগ আন্দোলন ঐক্যমঞ্চ আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।এ সময় বক্তারা নোয়াখালীর ঐতিহ্য, জনসংখ্যা, আয়তন বিশেষ করে সমুদ্রপৃষ্ঠ থেকে নতুন জেগে ওঠা বিশাল ভূ-ভাগ বিবেচনা করে কুমিল্লা বা ময়নামতির সঙ্গে নয়, বৃহত্তর নোয়াখালী জেলাসমূহকে নিয়ে পৃথক বিভাগ বাস্তবায়নের জোর দাবি জানান। মিজানুর রহমান/এএম/আরআইপি