দেশজুড়ে

বাঘাইছড়িতে গ্রেফতার ৭ ছাত্রলীগ কর্মী কারাগারে

রাঙামাটি উপজেলার বাঘাইছড়িতে গ্রেফতার ৭ ছাত্রলীগ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শনিবার অনুষ্ঠিত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে এক স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর সন্দেহে বহিরাগত হিসেবে রোববার তাদের গ্রেফতার করে বিজিবি ও পুলিশ।গ্রেফতাররা হলেন, ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক ও আবু নাসেরের ছেলে মো. বায়েজিদ আহমেদ (২৬), মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. আফজাল হোসেন (২৫), আমির আলীর ছেলে নুর ইসলাম (২৩), মৃত বছির আহমেদের ছেলে তাসরিফুল হোসেন (১৯), সিরাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আবু তাহেরের ছেলে মো. ওসমান (২১) ও রফিকুল ইসলামের ছেলে মো. রাকিবুর ইসলাম (২১)। পুলিশ জানায়, গ্রেফতার ৭ জনই চট্টগ্রাম বিশ্বদ্যালয়ে অধ্যায়নরত ছাত্রলীগকর্মী। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে বাঘাইছড়ি থানায় মামলা হয়েছে। সোমবার বিকেলে তাদের রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।তিনি জানান, নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরাজিত মেয়র প্রার্থী আজিজুর রহমান আজিজের বাড়ি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ৭ জন বহিরাগত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।সুশীল প্রসাদ চাকমা/এএম/পিআর