মুক্তিযুদ্ধে কাটাখালি ব্রিজ অপারেশনের নায়ক শেরপুরের সন্তান যুদ্ধকালীর কোম্পানি কমান্ডার শহীদ নাজমুল আহসানকে রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবের ‘স্বাধীনতা পদক’ জন্য মনোনীত করায় নালিতাবাড়ীতে আনন্দ র্যালি হয়েছে। সোমবার দুপুরে শহীদ নাজমুল স্মৃতি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে র্যালিটি নালিতাবাড়ী শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে কলেজ ক্যাম্পাস চত্বরের বকুল তলায় আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক ফজলুল রশীদ, প্রভাষক গোলাম মোস্তফা জিন্নাহ, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, শহীদ নাজমুলের ছোট ভাই সদরুল আহসান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।১৯৪৫ সালের ২১ জানুয়ারি শেরপুরের নালিতবাড়ী উপজেলার বরুয়াজানি গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ এনএম নাজমুল আহসান। ১৯৭১ সালে তিনি ময়মনসিহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের পঞ্চম বর্ষের ছাত্র ছিলেন। ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। ওই বছরের ৬ জুলাই শেরপুরের ঝিনাইগাতীর রাঙামাটি গ্রামে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি। এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ বেসরকারি সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার ২০১৭-এর জন্য সরকার শহীদ এন এম নাজমুল আহসান মনোনীত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৩ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের এ পুরস্কার তুলে দেবেন।হাকিম বাবুল/এএম/পিআর