দেশজুড়ে

জামালপুরে কালবৈশাখী ঝড়ে নৌকা ডুবিতে মৃত ১, নিখোঁজ ৩

জামালপুর জেলার সাত উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ও শিলাবৃষ্টিতে দুই হাজারেরও বেশি কাঁচা-পাকা ঘর-বাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় এক জনের লাশ উদ্ধার ও ৩ জন নিখোঁজ রয়েছে।শনিবার রাতে জামালপুর সদর উপজেলা ছাড়াও মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে কাঁচা-পাকা দুই হাজারের বেশি ঘর-বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ লণ্ডভণ্ড হয়ে গেছে।এছাড়াও প্রচণ্ড ঝড় আর শিলাবৃষ্টির কারণে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বৈদ্যুতিক লাইন ছিড়ে যাওয়ায় সারা জেলায় প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর কিছু এলাকায় বিদ্যুৎ চালু হলেও, সারা জেলায় বিদ্যুৎ সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি।অপরদিকে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমুর রহমান জানান, ইসলামপুর উপজেলায় ঝড়ের সময় কুলকান্দি পাইলিং ঘাট এলাকায় যমুনা নদীতে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনা ঘটে। নৌকা ডুবিতে জহুরা বেগম(৫৬) নামে একজনের লাশ উদ্ধার করা গেলেও এখনো ৩ জন নিখোঁজ রয়েছেন। নিহত জহুরা বেগম বরুল গ্রামের সাত্তার মোল্লার স্ত্রী।এছাড়াও নিখোঁজ ব্যক্তিরা হলেন, রশিদুল ইসলাম(৫০), মোল্লা বেপারী(৪৮) ও মঙ্গল আলী(৪০)। তাদের সবার বাড়ি ইসলামপুরের কুলকান্দি বেপারী পাড়া গ্রামে।ঝড়ে উপজেলার ১২টি ইউনিয়নের অনেক বাড়ি-ঘর ,শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে। বিশেষ করে যমুনার তীরবর্তী চিনাডুলি, নোয়ারপাড়া, বেলগাছা, কুলকান্দি, পাথর্শী ইউনিয়নের অধিকাংশ বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া শিলাবৃষ্টিতে অধিকাংশ বোরো ধানের ব্যপক ক্ষতি হয়েছে।জামালপুরের জেলা প্রশাসক মোঃ শাহাবুদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ সময় তিনি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ অর্থ ও টিন বিতরণের আশ্বাস দিয়েছেন।এমজেড/আরআই