দেশজুড়ে

ডিমলায় মুক্তিযোদ্ধাদের আমরণ অনশন প্রত্যাহার

২২ ঘণ্টা আমরণ অনশন করার পর অবশেষ নীলফামারীর ডিমলায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ১৯৭১ সালের ৬নং সেক্টরের অধিনে রঙ্গাঙ্গনে মুক্তিযোদ্ধা (এফএফ) অনশন প্রত্যাহার করেছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন শহীদ মিনারে গিয়ে মুক্তিযোদ্ধা অনশন প্রত্যাহার করায়।গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে স্থানীয় শহীদ মিনার চত্বরে মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই স্থগিত ও প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা প্রকাশের দাবিতে মুক্তিযোদ্ধারা আমরণ অনশন শুরু করে।অপরদিকে, ডিমলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল হকের আবেদনের প্রেক্ষিতে ডিমলা উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই বাছাই ৪ মাসের জন্য স্থগিত করা হয়। ডিমলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশের কারণে মুক্তিযোদ্ধা বাছাই কার্যক্রম স্থগিত করা হয়। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের অনশন প্রত্যাহার করা হয়েছে।মুক্তিযোদ্ধাদের অভিযোগ ডিমলা উপজেলার ১৪৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৩ জন বিভিন্ন স্থানে অবস্থান করেন। এদের মধ্যে ১২৯ জন ভারতীয় তালিকাভুক্ত ও ১৮ জন মুজিব বাহনীর সদস্য। সরকারিভাবে উপজেলার ২২৫ জনকে মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করা হয়। চলতি বছর নতুন করে ৪৭৬ জন মুক্তিযোদ্ধার তালিকার জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে অনলাইনে ৪০৩ ও লিখিতভাবে ৭৩ জন রয়েছেন। মুক্তিযোদ্ধাদের অভিযোগ ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধা চরম বিপাকে পড়েছে। আমরণ অনশন কর্মসূূচি শেষে দ্রুত সময়ে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত করা না হয় এবং প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশের দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মিয়ার উদ্দিন, মকবুল হোসেন, আব্দুল্লাহ চৌধুরী, সাহাদাত হোসেন ও ডা. বিমল চন্দ্র রায় প্রমুখ।জাহেদুল ইসলাম/এএম/জেআইএম