মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামে স্থানীয় দুই মাদক ব্যবসায়ীর মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে আরিফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ী খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়াকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী শরীফ মিয়ার সঙ্গে মাদক বিক্রির টাকার দেনা-পাওনা নিয়ে একই গ্রামের মাদক ব্যবসায়ী আরিফ হোসেনের কথাকাটাকাটি হয়।একপর্যায়ে মাদক ব্যবসায়ী শরীফ আরিফে ছুরিকাঘাতে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।গজারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে টাকা দেনা পাওনা নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকারীকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান এসআই সারোয়ার।ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম