দেশজুড়ে

সিরাজগঞ্জে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (বর্তমান স্বাস্থ্যমন্ত্রী) মোহাম্মদ নাসিমের গাড়ি বহরে হামলা ও আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস হত্যা মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠন করেন। আসামিদের মধ্যে রয়েছেন- বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূইয়া, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক মণ্ডল, যুগ্ম-আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, সাইফুল ইসলাম, কেরামত আলী, বেলকুচি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, যুবদল নেতা কবির হোসেন, লিটন, রেজা, সালাম মুন্সি কালু প্রমুখ।অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুল আলম (২) ও আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।মামলার নথি সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৫ মে বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (বর্তমান স্বাস্থ্যমন্ত্রী) মোহাম্মদ নাসিম। তার গাড়িবহরটি সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিত সড়কের মুকুন্দগাতী এলাকায় পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল কুদ্দুস নিহত হন।এ ঘটনায় বেলকুচি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান বাদী হয়ে বিএনপির ৩৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত শেষে ৩১ জনকে আসামি করে ২০১৩ সালের ১৩ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কেএম শামসুদ্দিন। বুধবার দুপুরে এই মামলায় বেলকুচি উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/পিআর