পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম-বয়ানের মাধ্যমে পঞ্চগড় চিনিকল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়। ইজতেমায় জেলার ৫ উপজেলার লক্ষাধিক মুসুল্লিসহ দেশি-বিদেশি মুসল্লিরা অংশ নেয় বলে আয়োজকরা জানায়। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।ইজতেমা কমিটি সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো জেলার এই ইজতেমা সফল করতে নিরাপত্তা ব্যবস্থাসহ বিদ্যুৎ, পানি ও স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রয়েছে, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। ইজতেমায় স্থানীয় তাবলীগ জামায়াতের সাথী ও সমর্থকের পাশাপাশি আরব, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারতসহ কয়েকটি দেশের মুসুল্লিরা অংশ নেয়।পঞ্চগড় জেলা তাবলীগের সুরা সদস্য ডা. মো. মোখলেছুর রহমান জানান, ইজতেমার ১ম দিন বৃহস্পতিবার বাদ মাগরিব ফিলিস্তিন তাবলীগ জামায়াতের মেহমান বয়ান করবেন। অন্যান্য সময়ে কাকরাইলের মুরব্বি ও সুরা সাথীরা বয়ান করবেন। পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. পীতাম্বর রায় বলেন, ইজতেমা মাঠে সার্বক্ষণিক একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।পুলিশ সুপার মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ বলেন, ইজতেমা মাঠে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মাঠের চতুর্দিকে পুলিশ কন্ট্রোলরুমসহ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।সফিকুল আলম/এএম/আরআইপি