চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সদরে রোববার রাতে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে র্যাব-৫ এর দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জে ক্যাম্পের নায়েক নূর ইসলাম (৩৬) ও এএসআই ইমরান (৩২)। এদের মধ্যে নায়েক নূর ইসলামের অবস্থা সংকটাপন্ন। তাকে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের একটি বিশেষ হেলিকপ্টারযোগে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।র্যাব-৫ এর এএসপি রেজা জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি বিশেষ টিম গোমস্তাপুর উপজেলা সদরে মাদকবিরোধী অভিযান শুরু করে। এসময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র নিয়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।হামলায় নায়েক নূর ইসলামের বাম হাতের কনুইয়ের নিচ অংশ কেটে ঝুলে যায়। এছাড়া এএসআই ইমরানের মাথার ডান দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয় মাদক ব্যবসায়ীরা। তিনি আরো জানান, ঘটনার পর অতিরিক্ত র্যাব সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রথমে আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এএসপি রেজা জানান, নায়েক নূর ইসলামের শারীরিক অবস্থার বেশি অবনতি ঘটায় তাকে বেলা সাড়ে ১১টার দিকে সিএমএইচ এ স্থানান্তর করা হয়েছে। এছাড়া এএসআই ইমরানের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ীদের আটকের জন্য অভিযান চলছে।এসএইচএ/এমএস