দেশজুড়ে

লক্ষ্মীপুরে আইনজীবী সমিতির সভাপতি জসিম সম্পাদক নুরুল

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবাবার অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ সমর্থিত অ্যাড. জসিম উদ্দিন সভাপতি ও অ্যাড. মো. নুরুল হুদা পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. জহুর লাল ভৌমিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।আদালত সূত্র জানায়, সহ-সভাপতি পদে নুর উদ্দিন বাবুল (আওয়ামী লীগ), মুহাম্মদ বেলাল উদ্দিন (বিএনপি), সহ-সম্পাদক পদে খায়ের আলম (বিএনপি), মনোয়ার হোসেন চৌধুরী (আওয়ামী লীগ),পাঠাগার সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম শিপন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক শাহাদাত হোসেন বাবলু (বিএনপি, বিনা প্রতিদ্বন্দ্বিতা)।সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, ফিরোজ আলম (বিএনপি), মুনতাসিমুল হোসেন মুন্নু (বিএনপি), জিয়াউর রহমান (আওয়ামী লীগ), রেজাউল করিম রাজু পাটওয়ারী (আওয়ামী লীগ) ও সুফিয়ান কামাল শামিম (জামায়াত)।সূত্র জানায়, ২৪২ জনের মধ্যে ২৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।কাজল কায়েস/এআরএ/জেআইএম