দেশজুড়ে

প্রার্থীর পরাজয় মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বিতর্কিত নির্বাচন করে কমিশন কারও অনাস্থার জায়গা তৈরি করতে চায় না। সুষ্ঠু ও অবাধ নির্বাচন করে জনগণের কাছে আস্থা তৈরি করতে চায়।সোমবার বিকেলে নাটোরের আসন্ন বড়াইগ্রাম উপজেলা পরিষদের উপ-নির্বাচনে প্রশাসন এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কমিশনার আরও বলেন, ভোটের দিন আইন-শৃঙ্খলার অবনতি কমিশন কোনোভাবেই মেনে নিবে। ভোটারদের সুষ্ঠুভাবে ভোট প্রয়োগের জন্য প্রশাসনের যা যা করা দরকার সেটাই করবে। নির্বাচনে একদল পরাজিত হবে এক দল বিজয়ী হবে। সকল প্রার্থীকে পরাজয় মেনে নেয়ার মানসিকতা তৈরি করতে হবে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।সভায় বিএনপির প্রার্থী রাশেদুল ইসলাম নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য কমিশানের কাছে অনুরোধ জানান। এসময় নির্বাচনী প্রচারণায় বাধা প্রদানের অভিযোগ করেন।অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের হস্তক্ষেপে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হবে। প্রসঙ্গত, সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একরামুল ইসলামের মৃত্যুতে শূন্য হয় বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ। শূন্য পদে আগামী ৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। এবারের নির্বাচনে মোট ২ লাখ ৭৩ হাজার ৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।রেজাউল করিম রেজা/এআরএ/আরআইপি