দেশজুড়ে

নির্বাচন কমিশন প্রথম পরীক্ষায় উত্তীর্ণ

সদ্য সমাপ্ত বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনের মাধ্যমে বর্তমান নির্বাচন কমিশন তাদের সক্ষমতার প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দাবি করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী।তিনি বলেন, প্রার্থীসহ সকলের সহযোগিতায় গুইমারা উপজেলাবাসীকেও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়া হবে। ইতোমধ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে বর্তমান নির্বাচন কমিশন দৃষ্টান্ত স্থাপন করেছে। গুইমারা উপজেলা নির্বাচন এ কমিশনের অধীনে দ্বিতীয় নির্বাচন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গুইমারা উপজেরা নির্বাহী কর্মকর্তা বি.এম মশিউর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী, ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেদ আহমেদ, খাগড়াছড়ি জেলা আনসার’র অধিনায়ক রাজীব হোসেন, গুইমারা উপজেলা নির্বঅচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) এটিএম কাওছার হোসেন প্রমুখ।নির্বাচন কমিশনার শাহাদাত হোসনে চৌধুরী বলেন, সকল রাজনৈতিক দলের আস্থা অর্জনের মধ্য দিয়ে আগামী পাঁচ বছর কাজ করতে চায় নির্বাচন কমিশন। আর সে লক্ষ্যকে সামনে রেখেই করণীয় সব রকমের পদক্ষেপ নিয়েছে কমিশন।মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম