দেশজুড়ে

পুলিশের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে ব্যবস্থা

চট্টগ্রাম বিভাগের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাদের (মাদক ব্যবসায়ী) পুনর্বাসন করা হবে। যারা মাদক মামলায় সাজাভোগ করে কারাগার থেকে বেরিয়ে ফের এ ব্যবসায় জড়িত হচ্ছেন, তারা ভালো হয়ে যান। যদি পুলিশের কেউ মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাহলে তারও বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদক, জঙ্গিবাদ-সন্ত্রাসের সঙ্গে কোনো আপোস নেই।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় পুলিশের রায়পুর সার্কেল অফিস উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য মো‏হাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন এম এ আউয়াল, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার, রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন প্রমুখ।প্রসঙ্গত, রায়পুর ও রামগঞ্জ উপজেলা নিয়ে পুলিশের রায়পুর সার্কেল অফিস স্থাপন করা হয়। এর দায়িত্বে রয়েছেন সহকারী পুলিশ সুপার পংকজ কুমার দে। ওই পুলিশ কর্মকর্তা আইন-শৃঙ্খলার উন্নয়নে সকলের সহযোগীতা চেয়েছেন। কাজল কায়েস/এআরএ/পিআর