নীলফামারীর ডোমার উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক হিজড়ার (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ডোমার থানা পুলিশ আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারীর মর্গে পাঠিয়েছে।ডোমার থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরমান জানান, উপজেলার গোমনাতী ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাঁধের পাড়ের একটি ভুট্টাখেতে কে বা কারা অজ্ঞাত ওই হিজড়াকে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে এলাকার লোকজন গলাকাটা মরদেহ দেখে থানায় খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পার্শ্ববর্তী ডিমলা উপজেলা বালাপাড়া ইউনিয়নের শয়তানের বাজারে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, হিজড়াটি ওই বাজারে ঘোরাঘুরি করতো। এলাকাবাসীর অভিযোগ ওই হিজড়াকে নিয়ে একটি চক্র ভারত থেকে মাদকের ব্যবসা করতো। জাহেদুল ইসলাম/এফএ/আরআইপি