নাম শাখা খাল নদী। কিন্তু, সে নদীতেই পানির আকাল। ভরা মৌসুম ছাড়া এখানে পানি থাকেনা। তাই প্রায় বছরের সবসময় নদীতেই চলে ধানসহ বিভিন্ন চাষাবাদ। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার শাখা কাল নদীটি এখন আবাদি জমিতে পরিণত হয়েছে।এক সময়ের খরস্রোতার শাখা খাল নদী বর্তমানে বছরের অধিকাংশ সময় শুকনো আর ধু ধু বালুচরে পরিণত হয়ে থাকে। তাই এই নদীতে এখন সারা বছর হচ্ছে চাষাবাদ।নদীটিতে পানি না থাকার কারণে শ্যালোমেশিন দিয়ে ভূ-গর্ভ থেকে পানি উত্তোলন করতে হচ্ছে। হারিয়ে গেছে স্থানীয় জেলেদের জীবন-যাত্রা, দেখা দিয়েছে দেশি মাছের অভাব। ভুলে গেছে সবাই এক সময় এ শাখা খাল নদীটি ছিল মানুষের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। এই নদীর পানি দিয়ে কৃষরা তাদের চাষাবাদ করতো আর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো অর্ধশতাধিক জেলে পরিবার।এলাকার বাদশা মিয়া ও সেলিমসহ কয়েকজন জেলের সাথে কথা বললে তারা বলেন, শাখা কাল নদীতে এখন পানি না থাকায় অনাহারে দিনাতিপাত করতে হচ্ছে এখন জেলেদের। অত্র অঞ্চলে হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ।স্থানীয় কৃষক রহিমসহ অনেকেই উক্ত নদীতে একটি রাবার ড্যাম স্থাপন করে পানি আটকে রেখে আবাদ করার সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।এমজেড/এমএএস/আরআই