চুয়াডাঙ্গার দর্শনা-দামুড়হুদা মহাসড়কের ওদুদশাহ কলেজের কাছে করিমনের ধাক্কায় আব্বাস উদ্দীন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আব্বাস উপজেলার জয়রামপুর নওদাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আব্বাস উদ্দীন বাড়ি থেকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় যাওয়ার পথে ওদুদশাহ কলেজের কাছে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি করিমনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে আব্বাস উদ্দীন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।দামুড়হুদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সালাউদ্দিন কাজল/এএম/জেআইএম