ব্রাহ্মণবাড়িয়ায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে পৌর শহরের কাউতলিস্থ নিহতের নিজ বাড়ির পাশের একটি খোলা জায়গা থেকে মনির হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার রাতে মনির হোসেনকে কে বা কারা ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেননি মনির।পরে বুধবার সকালে বাড়ির পাশের একটি খোলা জায়গায় মনিরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ এখানে ফেলে রেখেছে। অন্যদিকে জেলার বিজয়নগরের নদী থেকে সমদেব বর্মণ (২২) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল ৫টার দিকে উপজেলার চর-ইসলামপুরের সোনাই নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।নিহত সমদেব বর্মণ স্থানীয় জনতা ব্রিকস নামে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন বলে জানা গেছে।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়রা সোনাই নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুনিলের মরদে উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহ ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।এসএইচএ/ এমএএস/আরআইপি