জাতীয়

রাষ্ট্রপতির কাছে জার্মান দূতের পরিচয়পত্র পেশ

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেইনরিচ প্রিনজ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং  বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতায় পৌঁছবে বলে  আশা প্রকাশ করেন।রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন ও আশা প্রকাশ করেন এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। বাংলাদেশের উন্নয়নে সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য জার্মানির ভুয়শী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন।একে/আরআই