বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেইনরিচ প্রিনজ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতায় পৌঁছবে বলে আশা প্রকাশ করেন।রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন ও আশা প্রকাশ করেন এই সম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে। বাংলাদেশের উন্নয়নে সাহায্য ও সহযোগিতা প্রদানের জন্য জার্মানির ভুয়শী প্রশংসা করেন রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করেন।একে/আরআই