খেলাধুলা

আইপিএলে নতুন নারী ধারাভাষ্যকার

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কলকাতার ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টম আসর। আর এ আসরে ধারাভাষ্যে থাকছেন এক ঝাঁক নতুন নারী ধারাভাষ্যকার। ভারতীয় দলে খেলা অঞ্জুম চোপড়া, ইংল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার ইশা গুহা, অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার লিসা স্থালেকার ও অজি ক্রিকেটার মেলানি জোন্সদের কমেন্ট্রি প্যানেল রাখা হয়েছে।একজন বাদে বাকি সবাই নতুন। এবারের আসরে প্রতি ম্যাচেই অন্তত একজন করে নারী ধারভাষ্যকার থাকছেন। আইপিএলের ধারাভাষ্যকক্ষে থাকছেন সঞ্জয় মাঞ্জেরেকার, রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, আকাশ চোপড়া, রমিজ রাজা ও ডেভিড লয়েডরা।এমআর/বিএ/আরআইপি