সুনামগঞ্জের ছাতকে ওয়াজ মাহফিল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ রুবেল মিয়ার (৩৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ছাতক শহরের সুরমা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল মিয়া উপজেলার গণেশপুর (নোয়াগাঁও) গ্রামের আজাদ মিয়ার ছেলে। পুলিশ সুপার মো. হারুন অর-রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।উল্লেখ্য, ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রোববার থেকে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিলের আয়োজন করে খাদেমুল ইসলাম নামের একটি সংগঠন। কিন্তু সোমবার বিকেলে খাদেমুল ইসলাম ও শানে রিসালাত নামের দুই সংগঠনের কর্মী-সমর্থকদের মধ্যে বাধা সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল বাসেত ওরফে বাবুল (৪৫) নিহত হন। সংঘর্ষে ধাওয়া খেয়ে আত্মরক্ষার্থে সুরমা নদীতে ঝাঁপ দেন রুবেল মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। ওই সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি