লাখো মুসল্লির উপস্থিতিতে সুনামগঞ্জ জেলা ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে আম বয়ানের মাধ্যমে শুরু হয়ে আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। জেলা শহরের এক কিলোমিটার অদূরে আব্দুজ জহুর সেতুর বিপরীতে তাহিরপুর-বিশ্বম্ভরপুর সড়কের পাশের মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়েছে।এদিকে জেলা ইজতেমার সফলতা কামনায় জেলার সর্বত্র ব্যানার-ফেস্টুনে সাজিয়েছে দেশের স্বনামধন্য প্রাণ কোম্পানি।ইজতেমা আয়োজকদের দেয়া তথ্য মতে, ১৭ লাখ বর্গফুট মাঠ ও সড়কের আশপাশজুড়ে বাধা হয়েছে ইজতেমা মাঠের ছামিয়ানা। মাঠে বিদ্যুৎ সরবরাহে পল্লী বিদ্যুৎ বিভাগ বাঁশের খুঁটি দিয়ে অস্থায়ীভাবে টানিয়েছে বিদ্যুতের তার। অপরদিকে ওজু-গোসল ও পয়োনিষ্কাশনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এবারের ইজতেমায় দেশ-বিদেশের ১২ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন ইজতেমার আয়োজকরা। জেলা ইজতেমাকে সফল করতে পুলিশ, র্যাব, ডিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। নিরাপত্তা বলয় জোরদার করতে ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়াও ইজতেমা কমিটির পক্ষ থেকে ইজতেমা মাঠে বিভিন্নভাবে নিরাপত্তার জন্য মাঠের বিভিন্ন স্থানে নিজস্ব ব্যবস্থা নেয়া হয়েছে। ইজতেমাকে ঘিরে মেডিকেল টিম ও সার্বক্ষণিক অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। জেলা পুলিশ সুপার মো. হারুন অর-রশীদ জানান, ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। রাজু আহমেদ রমজান/এফএ/আরআইপি