দেশজুড়ে

ওসির বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশের ওসি সুভাষ কান্তি দাসের (৪৫) বিরুদ্ধে আদালতে শ্লীলতাহানির অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন রেলওয়ের প্রকৌশল শাখার এক নারী কর্মচারী।আদালতের বিচারক মো. সাদিক গোলাম সারওয়ার মামলাটি আমলে নিয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ৭ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।মামলার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ রেলওয়ের ওই কর্মচারী তার স্বামীকে নিয়ে রেলওয়ের সরকারি কোয়ার্টারে থাকেন। গত ৫ এপ্রিল বিকেলে তিনি কর্মস্থলে দায়িত্ব পালন শেষে বাসার যাওয়ার পথে তাকে একা পেয়ে ওসি সুভাষ কান্তি দাস শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় তার ডাকচিৎকারে সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তিনি থানায় মামলা করতে গিয়ে ব্যর্থ হয়ে অবশেষে আদালতে মামলা করেন।এ ব্যাপারে ওসি সুভাষ কান্তি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনীত অভিযোগ অস্বীকার করেন।এমএএস/আরআই