দেশজুড়ে

সিরাজগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের চারজন ইন্টার্ন ডাক্তারের স্থগিতাদেশ অবিলম্বে প্রত্যাহারসহ সকল ডাক্তারদের নিরাপদ কর্মস্থলের দাবিতে সিরাজগঞ্জ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তারা কর্মবিরতি, মানববন্ধন ও সমাবেশ করেছে।শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের ধানবান্ধিস্থ হাসপাতাল চত্বরে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. আশরাফুল ইসলাম শুভ্রর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে, বক্তব্য রাখেন ইন্টার্ন ডাক্তার ডা. সুলতানা ইয়াসমিন, ডা. মামুনর রশিদ. ডা. কৃষ্ণ চন্দ্র দাস, ডা. মাহমুদা হোসেন প্রমুখ।বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে জন্য সরকার একপেশে সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রতিবাদে আজ আমরা মাঠে নেমেছি। তাই অবিলম্বে বগুড়ার চারজন ইন্টার্ন ডাক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ নিরাপদ কর্মস্থলের দাবিতেই এই আন্দোলন। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী আগামী ৭২ ঘণ্টা তারা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন। পরবর্তীতে কেন্দ্রের যেকোনো ঘোষিত কর্মসূচি সফল করতে মাঠে থাকবেন বলে জানান তারা।ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি