এমপি-মন্ত্রী-উপদেষ্টা ও সচিবের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও সাবেক ছাত্রদল নেতা সোহেল রিজভী রাজুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার ঢাকা মহানগর পুলিশের বিশেষ টিম সিরাজগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় শহরের এসবি ফজলুল হক রোড (গোশালা) ও কালিবাড়ী কড়িতলা মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতাররা হলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি শহরের গোশালা মহলার মৃত সাবের আলী মাস্টারের ছেলে সোহেল রিজভী রাজু (৫০) এবং একই ছাত্র সংসদের সদস্য কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মুরাদুজ্জামান পলাশ (৪৬)। গ্রেফতার সোহেল রিজভী রাজু ৯০ এর দশকে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের তুখোড় ছাত্রনেতা ছিলেন।ঢাকা মহানগর পুলিশের ইন্টেলিজেন্স শাখার এডিসি রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে শাহবাগ থানায় দুটি মামলা রয়েছে। তাদের কাছ থেকে সিল, প্যাড, ডিও লেটারসহ প্রতারণার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি বলেন, এরা দীর্ঘদিন ধরে মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও সচিবের নাম ভাঙিয়ে এবং তাদের স্বাক্ষর জাল ও ডিও লেটার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ঢাকায় অভিযোগ ছিল। মহানগর পুলিশের ইন্টেলিজেন্স শাখার সদস্যরা আমাদের কাছে আসলে আমরা ওই আসামিদের গ্রেফতারে সহযোগিতা করেছি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে টিমের সঙ্গে ঢাকায় পাঠানো হয়েছে।ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি